English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ২১:৪০

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব ইউনূসুর রহমান

অনলাইন ডেস্ক
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব ইউনূসুর রহমান

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মো. ইউনূসুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশ জারি করে।   যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ফেডারেল ব্যাংক হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আটশ কোটি টাকার বেশি অর্থ চুরির ঘটনায় মঙ্গলবার পদত্যাগ করেন গভর্নর আতিউর রহমান। এরপর কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব নিয়োগ দেয়া হলো।   ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদাধিকার বলে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য।