English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ১৮:২৫

নির্বাচন কর্মকর্তার অনিয়ম সহ্য করা হবে না

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কর্মকর্তার অনিয়ম সহ্য করা হবে না

নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত ও স্বাধীন দাবি করে কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার অনিয়ম সহ্য করা হবে না।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সার্ভার স্টেশন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

শাহনেওয়াজ আরও বলেছেন,  নির্বাচন মানে চোর পুলিশ খেলা নয়। সবার সহযোগিতা পেলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, আঞ্চলিক নির্বাচন অফিসার বিভোর কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ প্রমুখ।