English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ১৩:১১

সচিবালয়ে শ্রিংলা-ওবায়দুল বৈঠক

নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ে শ্রিংলা-ওবায়দুল বৈঠক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে এসে ফেনী নদীর উপর একটি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওই সেতুর নির্মাণ কাজ প্রসঙ্গে আলোচনা হয়েছে।

এছাড়াও লাইনআপ-২ অধীনে বিআরটিসির জন্য পাঁচ শ’ ট্রাক ও ছয় শ’ বাস কেনার বিষয়ে আলোচনা হয়েছে।

এরআগে বুধবার সকালে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ে আসেন শিংলা। প্রায় এক ঘণ্টার বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে করেন ভারতীয় রাষ্ট্রদূত ও সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।