English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ০৯:৫১

বাসের ধাক্কান মোটরসাইকেল আরোহী নিহত, আশঙ্কাজনক ২

নিজস্ব প্রতিবেদক
বাসের ধাক্কান মোটরসাইকেল আরোহী নিহত, আশঙ্কাজনক ২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় রিয়াদ (১৬) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আকাশ (১৪) ও ইমন (১৬) নামে আরও দুজন আহত হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার (১৬ মার্চ) ভোর সোয়া ৪টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিয়াদ রায়েরবাগের কদমতলীর রইসবাগ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। আহত আকাশ সম্পর্কে রিয়াদের ভাগিনা। তারা একই বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। ইমন তাদের বন্ধু।

ভোরে এক সাইকেলে চড়েই দুর্ঘটনার শিকার তিনজন বিমানবন্দর এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় একটি যাত্রীবাহী বাস তাদের সাইকেলে সজোরে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে। এতে তিনজনই গুরুতর আহত হয়। 

পরে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। 

এসআই মোস্তাফিজুর রহমান আরো জানান, নিহত ও আহতদের স্বজনেরা এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে পৌঁছাননি।নিহত রিয়াদের মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রয়েছে।