English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১৭:১০

প্রধানমন্ত্রীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে

স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডা. আতিউর রহমান। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে তিনি তার পদত্যাগ পত্র জমা দেন।

পরে দুপুরে গুলশানস্থ গভর্নর হাউজে এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘আপনারা হয়তো শুনে অবাক হবেন, আমার পদত্যাগপত্র হাতে নেয়ার সময় প্রধানমন্ত্রীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র হাতে নিয়ে আমাকে বলেছেন, দেখুন আমাদের দেশে তো এখনো এমন সংস্কৃতি গড়ে ওঠেনি যে কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেন। আপনি আমাদের জন্য সে উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘আমি গভর্নর হওয়ার বহু আগে থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করি। আজ আমি পদত্যাগ করে উত্তরসূরীদের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পেরে অনেক তৃপ্তি অনুভব করছি।’

‘আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার প্রতি আমার নিরঙ্কুশ আনুগত্য। আমি একজন খনি শ্রমিকের মতো তিলে তিলে ব্যাংকিং খাতকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছি। আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও বরাবরের মতোই সবার সাথেই আছি। এবং থাকবো।’