English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১১:৪৮

অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকারদের ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ডাকা সংবাদ সম্মেলনটি বেলা ১১টার পরিবর্তে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।

এরআগে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল।

জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৮০০ কোটি টাকা (১০ কোটি মার্কিন ডলার) চুরির বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ এবং হ্যাক হওয়া অর্থ উদ্ধারে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে এ বিষয়ে মন্ত্রী বক্তব্য তুলে ধরবেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের হঠাৎ ভারত সফর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে অর্থমন্ত্রীর যে আলাপ হয়েছে তাও সংবাদ সম্মেলনে জানানো হবে।