English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ০৯:০২

আপত্তিকর বক্তব্য: ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপত্তিকর বক্তব্য: ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টে মন্ত্রী

বিচারাধীন মামলা ও প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর বক্তব্যের ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ (১৫ আক্টোবর) মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তিনি আদালত হাজির হন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন নয় সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রয়েছে।

এরআগে সোমবার আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আপিল বিভাগে আবেদন করেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী মোজাম্মেল হক। একই অভিযোগে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি আবেদন দাখিল করেন। তবে মন্ত্রী দেশের বাইরে থাকায় হাজিরার জন্য এক সপ্তাহ সময় প্রার্থনা করেন।

উল্লেখ্য, ৮ মার্চ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় দেশের সর্বোচ্চ আদালত নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বক্তব্যে আদালাত অঙ্গন স্তম্ভিত হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের তলব করেন।