English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১৭:০২

শাহজালালকে নিরাপত্তা দেবে ব্রিটিশ

নিজস্ব প্রতিবেদক
শাহজালালকে নিরাপত্তা দেবে ব্রিটিশ

দেশী নয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব এক ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হচ্ছে। সোমবার সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, 'আগামী ২০ মার্চের মধ্যে ব্রিটিশ এক কোম্পানিকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি তাদের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশে নিরাপত্তা সংস্থাগুলো।

নিরাপত্তাজনিত ঘাটতির কারণ দেখিয়ে গত ৮ মার্চ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো (বাণিজ্যিক উদ্দেশ্যে পণ্য) পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ রাখার কথা জানায় তারা। এ সময়ে যুক্তরাজ্য দেখতে চায় নিরাপত্তার বিষয়ে সরকার আরও নতুন কী কী  উদ্যোগ নেয়।

গত অক্টোবর মাসে মিসরের শারম আল শেখে রাশিয়ার একটি বিমান বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হওয়ার পর ব্রিটিশ কর্তৃপক্ষ ২০টি দেশের ৩৮ বিমানবন্দরকে নিরাপত্তা বাড়ানোর কথা বলে। শাহজালাল বিমানবন্দর তার একটি। এই ৩৮টি বিমানবন্দর থেকে লন্ডনে সরাসরি বিমান যোগাযোগ রয়েছে।