English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১৪:৪৬

নিবিঘ্নে চলাচলে নারীরা পাচ্ছে বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
নিবিঘ্নে চলাচলে নারীরা পাচ্ছে বাস সার্ভিস

রাজধানীর আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে নিবিঘ্নে চলাচলে নারীদের জন্য বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালু করছে।যা আগামী মঙ্গলবার থেকে এই সেবা পাবে দেশের সর্বস্তরের নারীরা। তবে বতমানে বাসে সংরক্ষিত আসন ৯টি বিদ্যমান থাকবে।

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর আব্দুল্লাহপুর-মতিঝিল  রুটে চলাচলকারী নারী যাত্রীদের সুবিধার্থে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে এ বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। 

প্রতিদিন সকাল ৭টায় আব্দুল্লাহপুর বিআরটিসি কাউন্টার থেকে এ বাস নারী যাত্রীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে এবং বিকেল ৫টায় মতিঝিল থেকে পুনরায় আব্দুল্লাহপুরের উদ্দেশে ছাড়বে।

এছাড়া চট্টগ্রামেও এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে চালু করা হয়েছে নারীদের জন্য বাস সার্ভিস। এ সার্ভিসের আওতায় দুটি বাস নগরীর নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কালুরঘাট থেকে কাঠগড় পর্যন্ত চলাচল করছে।