English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১৪:২৬

পিআইবি আইন ২০১৬ খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
পিআইবি আইন ২০১৬ খসড়া অনুমোদন

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) শুরু থেকেই এ পযন্ত রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করতো।  কিন্তু আজ পিআইবি আইন-২০১৬ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তাই এ খসড়া অনুমোদনে পিআইপি’র একটি নিজস্ব সত্বা তৈরি হলো।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, পিআইবি এতদিন রেজুলেশনের মাধ্যমে পরিচালিত হতো। কিন্তু রেজুলেশনের মাধ্যমে কোনো সরকারি প্রতিষ্ঠান চলতে পারে না। সে জন্য এটা আইনে পরিণত করা হলো। তাই নতুন আইনের মাধ্যমে ১৫ সদস্যের পরিচালনা বোর্ডের মাধ্যমে চলবে পিআইবি। এ পরিচালনা বোর্ডের মেয়াদ হবে দুই বছর। এতে সাংবাদিক, শিক্ষাবিদ এবং জনসংযোগ বিশেষজ্ঞরা দায়িত্বে থাকবেন। তাদের মূল কাজ হবে কর্মকালীন প্রশিক্ষণ দেয়া।

সচিব জানান, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন-২০১৬ ইংলিশ থেকে বাংলায় করা হয়েছে। ১৯৭৯ সাল থেকে অর্ডিন্যান্স ছিল। এ আইনের মাধ্যমে ১১ জন পরিচালনা বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে। এর চেয়ারম্যান নিয়োগ দেবে সরকার।

তিনি আরও বলেন, পিআইবির ব্যবস্থাপনা পরিচালক হবেন সর্বনিম্ন ১৫ বছর সাংবাদিকতায় অভিজ্ঞ সম্পন্ন। আজকের বৈঠক প্রস্তাবিত সার্ক যুবসনদের খসড়াও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকের পরে মরমী কবি রাধা রমন দত্তের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।