English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১৩:৪২

কবি রফিক আজাদকে শ্রদ্ধা জানান ভক্ত-অনুরাগীরা

নিজস্ব প্রতিবেদক
কবি রফিক আজাদকে শ্রদ্ধা জানান ভক্ত-অনুরাগীরা

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি রফিক আজাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে তার ভক্ত-অনুরাগীরা। এরপর মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে।

সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ গ্রহণ করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ।

দুই দফা শ্রদ্ধা নিবেদন শেষে সোমবারই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এ কবি।

শহীদ মিনারে প্রথমে পরিবারের পক্ষ থেকে রফিক আজাদের মরদেহে শ্রদ্ধা জানান তার স্ত্রী দিলারা হাফিজ, ছেলে রাহুল আজাদ, অভিন্ন আজাদ ও অব্যয় আজাদ এবং কবির ভাই নুরুল ইসলাম খান।

মুক্তিযুদ্ধে কবি রফিক আজাদের অবদানের স্বীকৃতি হিসেবে সকাল ১০.২০ টায় রাষ্ট্রের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এবং তার কফিনে জাতীয় পতাকা জড়িয়ে দেওয়া হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে রফিক আজাদের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমিতে।

রফিক আজাদের শেষযাত্রার বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, বাংলা একাডেমির নজরুল মঞ্চে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে রফিক আজাদের জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ নেওয়া হবে ধানমণ্ডিতে কবির বাসায়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘ দুই মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে শনিবার দুপুর ২.১৩ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এ কবি।তার মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়।