English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১০:৩১

চারদিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের রানী

অনলাইন ডেস্ক
চারদিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের রানী

ভুটানের রানী তিসেরিং পেম ওয়াংচুক চারদিনের সফরে আজ ঢাকায় আসছেন। সফরে তার সঙ্গে রয়েছেন দেশটির রাজকন্যা চিমি ইয়াংজোম ওয়াংচুক, ইউথ ডেভেলপমেন্ট ফান্ডের (উয়াইডিএফ) ভাইস প্রেসিডেন্টসহ উয়াইডিএফ’র আরো পাঁচ সদস্য তার সফরসঙ্গী।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুটানের সেচ্ছাসেবী সংগঠন ইউথ ডেভেলপমেন্ট ফাণ্ডের আমন্ত্রণে রানী এই সফর করছেন। ভুটানের বিভিন্ন যুব উন্নয়ন প্রকল্পে ব্যবস্থাপনা ও সহায়তা দিয়ে থাকে এটি। এর প্রেসিডেন্ট রানী তিসেরিং পেম ওয়াংচুক।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে প্রকাশিত রানীর সফর সূচিতে রয়েছে, বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত, ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে প্রকল্প পরিদর্শন। এছাড়া তিনি বেক্সিমকো ইন্ডাসট্রিয়াল পার্কে টেক্সটাইল, গার্মেন্টস ও সিরামিকের কারখানাগুলো ঘুরে দেখবেন। তাছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ অন্যান্য আকর্ষনীয় স্থানও দর্শন করবেন। আগামী ১৮ মার্চ তিনি ভুটানের একটি বিশেষ বিমানে দেশে ফিরবেন।