English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১০:১৫

কেসিসি ভবনের আগুন

খুলনা প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
কেসিসি ভবনের আগুন

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ভবনের পঞ্চম তলায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেডের ছয়টি ইউনিট কাজ করছে।

 প্রত্যক্ষদর্শী ও ফায়ার ব্রিগেড সূত্র জানায়, সোমবার সকাল পৌনে নয়টার দিকে সিটি কর্পোরেশনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে খুলনা ফায়ার ব্রিগেডের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।   খুলনা ফায়ার স্টেশনের কর্মী মাহফুজুল হক জানান, মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কীভাবে আগুণের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি। অফিস ডে হওয়ায় সেখানে কর্মীদের থাকার কথা। তবে তাৎক্ষণিক ভাবে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।