English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ০১:৪৮

থানাগুলোতে মামলার হার কমে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ
নিজস্ব প্রতিবেদক
থানাগুলোতে মামলার হার কমে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশে থানাগুলোতে একসময় মাসে ৩০/৪০টি মামলা হত। এখন তা কমে ৩ থেকে ৪টিতে এসেছে।  এতে বোঝা যাচ্ছে দেশের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। দেশের জনগণের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। 

রোববার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গালিমপুর ও বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, শিয়া মসজিদে হামলা, পুরোহিত হত্যা, খৃস্টান ধর্মযাজক হত্যার চেষ্টা কারা করেছে। আইএস কোথায়? আমরা দেখতে চাই। আসলে বাংলাদেশে আইএস বলে কিছু নেই, এটি  ষড়যন্ত্র। তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। ষড়যন্ত্র রুখতে এদেশের জনগণই আমাদের সহায়তা করেছেন। আমরা দেখিয়ে দিয়েছি এগুলো কারা করছে।    তিনি বলেন,  বিশ্বের ১৩ জন যোগ্য নেতাদের একজন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম সফল রাষ্ট্র পরিচালক। তার পরিচালনায় দেশ আজ উন্নতির দিকে এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০২১ সালে নয় ২০১৯ সালেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হব।   পুলিশ বাহিনীর আরো সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের দক্ষতা বাড়াতে পুলিশকে ঢেলে সাজানো হবে।   ঢাকা জেলা পুলিশ আয়োজনে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন- ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।