English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১৭:০৯

আইনের অপপ্রয়োগ করে কিছু করা যাবেনা

নিজস্ব প্রতিবেদক
আইনের অপপ্রয়োগ করে কিছু করা যাবেনা

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সিএনজিচালিত অটোরিকশা চালকদের ধর্মঘট ডাকার পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনস্বার্থ বিঘ্নিত ও আইনের অপপ্রয়োগ করে তো কিছু করা যাবে না।’

সচিবালয়ে রোববার সড়ক পরিবহন খাতের বিদ্যমান সমস্যা নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

৭ দফা দাবি আদায়ে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন ধর্মঘট পালন করছে।

জেল-জরিমানা না করাসহ নানা দাবি-দাওয়া আদায়ে সিএনজিচালিত অটোরিকশা চালকদের ধর্মঘটের বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘তারা এ সব বলবেই। দেখবেন কিছু গাড়ি চলছে, কিছু গাড়ি চলবে না।’

মন্ত্রী বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী পাঁচ হাজার অটোরিশার রেজিস্ট্রেশন নম্বর বরাদ্দের বিষয়ে তাদের যে দাবি আছে, এ বিষয়ে আমরা মতামত জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছি। কীভাবে এটা বাস্তবায়ন করা যায়। কারণ এনফোর্সমেন্টের কাজ তো করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাইকোর্টের নির্দেশ তো আমরা অবশ্যই বাস্তবায়ন করব।’

‘পুলিশের হয়রানির কথা বলেছে- তাদের (অটোরিকশা মালিক-শ্রমিক) তো একটা আইনের মধ্যে চলতে হবে। ইচ্ছেমতো ভাড়া নেবে, ফ্রি স্টাইলে চলবে, যেখানে সেখানে পার্কিং করবে। এসব ক্ষেত্রে তো পুলিশকে এনফোর্সমেন্টে যেতে হবে’ বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘তাদের (অটোরিকশা মালিক-শ্রমিক) স্বার্থও দেখতে হবে, কারণ তারা গরিব মানুষ। কিন্তু জনস্বার্থ বিঘ্নিত করে আইনের অপপ্রয়োগ করে তো কিছু করা যাবে না।’

তিনি বলেন, ‘মালিকের জমার বিষয়ে তারা (চালকরা) বলেছে। আমরা আজকেও সভায় সিদ্ধান্ত নিয়েছি, কোনো অবস্থায় জমা বেশি নেওয়া যাবে না। ৯০০ টাকা নির্ধারিত আছে। এর বেশি নেওয়া যাবে না।’

সড়ক পরিবহনমন্ত্রীর সভাপতিত্বে সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।