English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১৬:০৩

লন্ডনে স্পিকার

অনলাইন ডেস্ক
লন্ডনে স্পিকার
সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ‘কমনওয়েলথ আফ্রিকা শীর্ষ সম্মেলন-২০১৬’ এ অংশগ্রহণের জন্য আজ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
 
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার একথা বলা হয়।
 
লন্ডন অবস্থানকালে তিনি সিপিএ সদর দপ্তর আয়োজিত ‘কমনওয়েলথ দিবস-২০১৬’ এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। একই সময় তিনি সেখানে সিপিএ-এর কানাডীয় প্রতিনিধিদলের সাথেও বৈঠক করবেন।
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামী ১৭ মার্চ লন্ডন থেকে জাম্বিয়ার রাজধানী লুসাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং লুসাকায় ১৯ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৪ তম সম্মেলনে যোগদান করবেন।
 
স্পিকার আগামী ২২ মার্চ ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।