English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১২:০৩

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ বন্ধ নিয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক
ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ বন্ধ নিয়ে করা রিট খারিজ

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি জানান, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

এর আগে ১ মার্চ ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম থেকে পুলিশকে বিরত থাকার অনুরোধ জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এরপর ৩ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়।