English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ০৯:১১

হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু ২০ মার্চ

নিজস্ব প্রতিবেদক
হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু ২০ মার্চ

২০১৬ সালে হজে গমন ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ই-হজ সিস্টেম চালু করা হয়েছে। সৌদি ই-হজ ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় সাধন এবং হজে গমন সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে ব্যবস্থা চালু করা হয়। আগামী ২০ মার্চ থেকে এ বছর প্রথমবারের মতো অনলাইনে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী  হজ ও ওমরাহ ফেয়ার-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ধর্মমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ারে হজযাত্রীদের নানা তথ্য ও সেবা পাওয়ার সুযোগ করে দেবে। হজযাত্রীরা যাতে মধ্যস্বত্বভোগী ও দালালদের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, `বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সঙ্গে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জড়িত। সংগঠনটি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কাজ করে থাকে।’ এসময় তিনি হাজীদের যাতায়াত ও থাকা-খাওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম দেখা গেলে দায়ী ব্যক্তি, এজেন্সি, কর্মকর্তা, কর্মচারীকে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুশিয়ার করে দেন।