English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১৬:৩৮

হজের নিবন্ধন শুরু ২০ মার্চ

নিজস্ব প্রতিবেদক
হজের নিবন্ধন শুরু ২০ মার্চ

আগামী ২০ মার্চ থেকে হজের প্রাক-নিবন্ধন শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

নতুন চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশে থেকে এক লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালন করতে পারবেন। কোটা পূরণ হওয়া পর্যন্ত প্রাক-নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানা গেছে।

সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৬’ অনুযায়ী এ বছর প্রথমবারের মতো হজে গমনেচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন হবে।