English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ০১:৫৭

৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ শুরু

পাবনা প্রতিনিধি:
অনলাইন ডেস্ক
৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ শুরু

পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ আবারও শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে চাটমোহর স্টেশনের কাছে দুটি বগি লাইনে থেকে তোলার পর আবার রেল যোগাযোগ শুরু হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের ট্রাফিক কর্মকর্তা শওকত জামিল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মালবাহী ট্রেনটি পাবনার ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। চাটমোহর স্টেশন থেকে ১০০ গজ পূর্বদিকে হঠাৎ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

“পরে রেলের পশ্চিমাঞ্চল বিভাগের একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।” ঘটনা তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান একজন ট্রাফিক কর্মকর্তা।