English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ০১:৫৪

১২ উপসচিব পদে রদবদল

অনলাইন ডেস্ক
১২ উপসচিব পদে রদবদল

সরকার ১২ উপসচিব পদে রদবদল করেছে। এতে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক (উপসচিব) মো. আব্দুল বারেক বিশ্বাসকে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আবু জুবায়ের হোসেন বাবলুকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জিএম (ট্রান্সপোর্ট) এস.এম মাহবুবুর রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, Sccondary Education sector investment programme (SESIP)  শীর্ষক প্রকল্পের  শিক্ষাক্রম বিশেষজ্ঞ (উপসচিব) ড. উত্তম কুমার দাসকে পরিকল্পনা বিভাগের উপসচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব বেগম সালমা সিদ্দিকা মাহতাবকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো.মোস্তফা কামাল মজুমদারকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ আবুল হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব,খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব বেগম শিরিন সুলতানাকে সড়ক ও জনপথ অধিদপ্তরের (নিরীক্ষা ও হিসাব) পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. হুমায়ুন কবীরকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ টাস্টের পরিচালক (অর্থ), মুক্তিযোদ্ধা কল্যাণ টাস্টের পরিচালক (অর্থ) মো. শাহাদাৎ হোসেনকে ঢাকা বাংলাদেশ রেলওয়ে ডিভিশনাল এস্টেট অফিসার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল ইসলামকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) (সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালক পদে বদলির আদেশাধীন) উপসচিব মো. হাফিজুদ্দিনকে ঢাকা ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ-ওয়াকফ প্রশাসক করা হয়েছে।