English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ২১:২৭

পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার পথে রেল বন্ধ

পাবনা প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার পথে রেল বন্ধ

পাবনার চাটমোহর উপজেলায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টায় চাটমোহর স্টেশনের পূর্ব পাশে দুটি বগি লাইনচ্যুত হয় বলে জানান রেলওয়ের পাকসি বিভাগীয় ট্রাফিক অফিসার (ডিটিও) শওকত জামিল।

এদিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক অফিসার শওকত জামিল। তিনি বলেন “মালবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। বগি লাইনচ্যুত হওয়ায় উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে। তাৎক্ষণিকভাবে দু্র্ঘটনার কারণ জানা যায়নি।”