English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৯:৫৯

‘কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ অযৌক্তিক’

নিজস্ব প্রতিবেদক
‘কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ অযৌক্তিক’

ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি চলাচলকারী কার্গো বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (১০মার্চ) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আশা করেন এই নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা হবে।

মন্ত্রী জানান, এর ভিতরে কোনো রাজনৈতিক ডাইমেনশন আছে কী না তা এই মুহূর্তে বলতে পারছি না। আমরা যুক্তরাজ্যের সঙ্গে এবিষয়ে নিয়োমিত যোগাযোগ করে যাচ্ছি।