English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৫:৩৮

কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা সাময়িক

নিজস্ব প্রতিবেদক
কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা সাময়িক

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যে কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা সাময়িক। এবং ব্যবসায়ীরা একটা উপায়ও বের করবেন।

সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী একথা জানান।

তিনি বলেন, এ নিষেধাজ্ঞায় তেমন কোনো ক্ষতি হবে না। এর আগে  রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু’র নেতৃত্বে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে  ইইউ  প্রতিনিধি দল  সাক্ষাৎ করেন।

মন্ত্রী বলেন, ইইউ প্রতিনিধিরা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি আন্তরিকতা থেকে নিজেদের ব্যবসায়িক কাউন্সিল নতুন করে সাজাবেন। ইইউ বাংলাদেশের সুবিধা বাড়াতে নানা সহযোগিতা করছে। তারা আমাদের সবচেয়ে বড় রফতানি ক্ষেত্র। ১৭ বিলিয়ন ডলারের বেশি রফতানি করেছি গতবছর।

মুদ্রাস্ফীতি না হলে এটি ২১ বিলিয়ন ডলারের বেশি হতো। একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি বেশি হয়। দু’দেশ মিলিয়ে আমাদের এবার সাত বিলিয়ন ডলার রফতানি হবে। এদেশে বিনিয়োগবান্ধব পরিস্থিতি দেখে তারা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু  বলেন আমরা ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করবো বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আমাদের অনেক ভালো। এটি আরও বাড়াতে চাই। রফতানিতে আমরা সুবিধা দেই, এটি আরও বাড়াতে আন্তরিক আমরা। এদেশের অর্থনৈতিক উন্নয়নে এ সম্পর্ক কাজে লাগবে। এখন অর্থনৈতিক এ সম্পর্কের সুফলই আসবে কেবল।