English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৪:৪৯

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কমিশনার আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কমিশনার আমিনুল ইসলাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ইকবাল মাহমুদ। এবং কমিশনার হয়েছেন সাবেক জেলা জজ আমিনুল ইসলাম। ইকবাল মাহমুদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।

বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের স্বাক্ষরে এ সংক্রান্ত প্র্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান ও কমিশনার মো. সাহাবুদ্দিনের মেয়াদ শেষ হয়েছে এ বছর মার্চে। তবে কমিশনার ড. মো. নাসিরউদ্দিনের মেয়াদ থাকছে আরো কিছুদিন। দুদক আইন অনুযায়ী একজনের দ্বিতীয় দফায় মেয়াদে থাকার সুযোগ নেই, যতক্ষণ পর্যন্ত না দুদক আইনটি সংশোধন করা হচ্ছে।

দুদকের সাবেক চেয়ারম্যান মো. বদিউজ্জামান দুদকে কমিশনার হিসেবে যোগ দেন ২০১১ সালের ১৪ মার্চ। একই দিনে কমিশনার মো. সাহাবুদ্দিন যোগ দেন। এরপর ২০১৩ সালের ২৬ জুন সাবেক দুদক চেয়ারম্যান গোলাম রহমান অবসরে গেলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান বদিউজ্জামান। মো. বদিউজ্জামান চেয়ারম্যান হওয়ায় তার শূন্য পদে দুদক কমিশনার হিসেবে নিয়োগ পান ড. মো. নাসিরউদ্দিন।