English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৪:৩৫

ঐক্যবদ্ধ থেকে দেশী-বিদেশী হুমকির মোকাবেলা করতে হবে

নিজস্ব প্রতিবেদক
ঐক্যবদ্ধ থেকে দেশী-বিদেশী হুমকির মোকাবেলা করতে হবে
সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে দেশী-বিদেশী হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের রামুতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডসহ আটটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সম্পদ। মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই গুণগতমান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগত দক্ষতা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে।
 
সেনাবাহিনীর উদ্দেশ্যে সরকার প্রধান আরো বলেন, আপনারা ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কর্তব্য সম্পন্নে একনিষ্ঠভাবে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে রামু সেনানিবাসে ভিভিআইপি কমপ্লেক্স ‘অরণ্য নিবাস’-এ যান। এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান অভ্যর্থনা জানান। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। প্রধানমন্ত্রী রামু সেনানিবাসী বীর স্মরণী নামে একটি নান্দনিক সড়ক, ১০ পদাতিক ডিভিশনের স্মৃতিধারক অজেয় স্মৃতিস্তম্ভ একটি মাল্টিপারপাস শেড বীরাঙ্গন ও আলী কদম সেনানিবাসে নির্মিত কম্পোজিট ব্যারাক মাতামুহুরীর উদ্বোধন করেন।