English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১০:১০

বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ১৯৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ

অনলাইন ডেস্ক
বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ১৯৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা, মেধা ও কোটার ভিত্তিতে ৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১৯৬ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা যায়নি।

বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সমাজসেবা কর্মকর্তা হিসেবে ৩৭ জনকে, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা হিসেবে ১৮ জনকে, টেক্সাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক (কারিগরি) পদে ১৫ জনকে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে ১৩ জনকে, বিনিয়োগ বোর্ডের সহকারী পরিচালক পদে ৯ জনকে, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রভাষক পদে ১৬ জনসহ ১৯৬ জনকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে নিয়োগ দিয়েছে পিএসসি।

৩৪তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হলেও ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়।

বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালাও সংশোধন করে সরকার।পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার পর দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেওয়া হবে।