English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ০৮:১৭

দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের মৃত্যু

রাজধানীর মধ্য বাড্ডা থানা এলাকায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হকের (৫৫) মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

মৃত্যুর কথা নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, নিহত ফজলুল হক থানায় কর্মরত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতে চিকিৎসকরা ফজলুল হককে মৃত ঘোষণা করেন।