English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৬:৩৬

মালয়েশিয়াতে বাংলাদেশিসহ বার প্রবাসী আটক

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়াতে বাংলাদেশিসহ বার প্রবাসী আটক

মালয়েশিয়ান পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ বাংলাদেশিসহ ১২ প্রবাসীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে দেশটিতে অবৈধভাবে বসবাসের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার জহর বাহরু ও গেলাং পাতাহ শহরের ম্যাসেজ পার্লারগুলোতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

স্টেট ইমিগ্রেশন বিভাগের উপ সহকারী পরিচালক এ. আরিভানাথানের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, পৃথক অভিযানে ছয় অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।

আরিভানাথান আরো বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ৩জন থাইল্যান্ডের, ৫ জন ভিয়েতনামের এবং ৩ জন ইন্দোনেশিয়ার নারী রয়েছেন। এছাড়া একজন বাংলাদেশি পুরুষ ক্লায়েন্টকেও আটক করা হয়েছে। তারা মালয়েশিয়ায় অবস্থানের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।