English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৬:১০

পরিবেশ ঠিক রেখে হাইটেক পার্ক গড়তে হবে

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ ঠিক রেখে হাইটেক পার্ক গড়তে হবে
পরিবেশ রক্ষা করে হাইটেক পার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগের সময়ে বিনিয়োগ বোর্ডের ১২তম বৈঠকে কালিয়াকৈরে তিন’শো ৫৫ একর জায়গার ওপরে হাইটেক পার্কের সিদ্ধান্ত নেয়া হয়। যশোরে সফটওয়ার টেকনোলজি পার্ক, ঢাকায় জনতা টাওয়ার সফটওয়ার টেকনোলজি পার্ক ও মহাখালী আইটি ভিলেজ, সিলেট ইলেকট্রনিক্স সিটি এবং রাজশাহীতে বরেন্দ্র সিলিকন সিটি স্থাপনের কাজ এগিয়ে চলছে।
 
গোপালগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকার কেরানী গঞ্জ, জামালপুর এবং নাটোরে আইটি পার্ক প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার তার কার্যালয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অফ গভর্নরসের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে, বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
 
বৈঠকে হাইটেক পার্কগুলো স্থাপনের কাজের অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। কালিয়াকৈরের হাইটেক পার্কটি সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে বলে প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান।
 
এজন্য, সামিট টেকনোপলিসের লিমিটেডের সঙ্গে ২০১৫ সালের ২৮ জুন ২৩৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩৫৫ একর আয়তনের কালিয়াকৈরের এই পার্কের ২৩২ একরকে পাঁচটি ব্লকে ভাগ করা হয়েছে। ২০১৫ সালের ১৫ অক্টোবর এই পার্কের ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।
 
প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, 'প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে আইসিটি পার্কগুলো গড়ে তুলতে হবে।' হাইটেক পার্কগুলো প্রতিষ্ঠিত হলে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, 'এই পার্কগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ হবে এবং রফতানি বৃদ্ধি পাবে।' হাইটেক পার্কগুলোতে উৎপাদিত পণ্যের চাহিদা দেশেও রয়েছে বলে মতপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশের হাইটেক পার্কগুলোতে প্রায় দশ লাখ লোকের কর্মসংস্থান হবে এবং পাঁচ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করতে পারবে বলেও শেখ হাসিনা আশা প্রকাশ করেন।
 
বৈঠকে অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ভূমি মন্ত্রী শামসুর রহমান শেরিফ,আইন মন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ এ সামাদ, মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।