English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৩:৫৭

আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্ষিপ্ত সফরে আগামীকাল (১০ মার্চ) কক্সবাজার যাচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর ২ পদাতিক বিগ্রেড এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এসএম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুসারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ মার্চ সকাল ১০ টা ৫ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী সড়ক পথে রামু সেনানিবাসে ভিভিআইপি কমপ্লেক্স ‘অরণ্য নিবাস’এ উপস্থিত হবেন সকাল ১০টা ৫০ মিনিটে। সকাল ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদরদপ্তর ২ পদাতিক বিগ্রেড এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী। 

নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২টায় কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে ২টা ৩৫ মিনিটে আবারও ঢাকায় যাত্রা করবেন প্রধানমন্ত্রী।