English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৬ ২৩:২০

শাহজালালে ৬০০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে ৬০০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪ লাখ টাকা সমমূল্যের ৬০০ গ্রাম ওজনের  স্বর্ণসহ তাসলিম হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে বিমান বন্দর আর্মড পুলিশ (এএপি)। 

শুক্রবার সকালে বিমান বন্দরের ২ নম্বর ক্যানোপি থেকে ওই যাত্রীকে আটক করা হয়। 

এএপির সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, শুক্রবার সকাল ৬টায় তাসলিম হোসেন মালয়েশিয়া থেকে ছেড়ে আসা ফ্লাইটে (ইএ-০৮৭) ঢাকায় আসেন। বিমান থেকে নেমে অন্যান্য প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি দিয়ে বের হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে এএপির সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তাসলিম তার কাছে স্বর্ণের একটি বার আছে বলে জানান। এরপর তাকে এএপির কার্যালয়ে নিয়ে তল্লাশি চালিয়ে পায়ুপথ থেকে স্বর্ণের ছয়টি বার উদ্ধার হয়। 

এএপির এ কর্মকর্তা আরো জানান, উদ্ধার হওয়া স্বর্ণগুলো কাস্টমস গোডাউনে জমা করা হয়েছে। এ ঘটনায় বিমান বন্দর থানায় মামলা হয়েছে। 

আটক তাসলিমের বাবার নাম ফজলুর রহমান। গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের শিকারপুর।