English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৭:৩০

মুক্তিযোদ্ধা ফরিদ অালীর চিকিৎসায় ২৫ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
মুক্তিযোদ্ধা ফরিদ অালীর চিকিৎসায় ২৫ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান কৌতুক অভিনেতা ফরিদ আলীর চিকিৎসার জন্য তাঁর পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ফরিদ আলীর স্ত্রী মনোয়ারা বেগম ও পরিবারের অন্য সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুদানের টাকা দিয়ে ফরিদ আলীর জন্য প্রয়োজনীয় ওষুধ ও খাবার কিনতে স্বজনদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। 

বাংলাদেশ টেলিভিশনের প্রথম হাস্যরসাত্মক নাটক 'ত্রিরত্ন'র অভিনেতা ফরিদ আলী। চলচ্চিত্রে অভিষেক 'ধারাপাত' দিয়ে। এরপর ফরিদ আলী কাজ করেছেন 'সংগ্রাম', 'গুন্ডা', 'রংবাজ', 'ঘুড্ডি', 'তিতাস একটি নদীর নাম', 'যে আগুনে পুড়ি', 'কলমীলতা' 'সমাধান'সহ বিভিন্ন চলচ্চিত্রে। ফরিদ আলী দীর্ঘদিন হৃদরোগ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।