English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৩:১৪

প্রাথমিক স্তরে ঝরে পড়া শিক্ষার্থীর হার কমেছে

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক স্তরে ঝরে পড়া শিক্ষার্থীর হার কমেছে
প্রাথমিক স্তরে ঝরে পড়া শিক্ষার্থীর হার কমে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১২৫টি উজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশ শিক্ষা তথ্য ব্যুরো ও পরিসংখ্যানের উদ্যোগে এসব সেন্টার গড়ে তোলা হয়।
 
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে গুরুত্ব দেয়া হচ্ছে। শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব না। এজন্য তাদের বিনামূল্যে বইও দেয়া হচ্ছে। প্রাথমিক স্তরে ঝরে পড়া শিক্ষার্থীর হার কমে গেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহায়তা দিচ্ছি। শিক্ষার ওপর জোর দিয়ে কাঙ্খিত ডিজিটাল বাংলাদেশ গড়ায় কাজ করছি।   শেখ হাসিনা বলেন, তথ্যপ্রযুক্তি শুধু দৈনন্দিন কাজই নয়, দুর্নীতিমুক্ত করতেও ডিজিটালাইজড করা দরকার। তাই সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিই, তখন লোকে ঠাট্টা করতো। কিন্তু এখন প্রমাণ হয়েছে, গ্রামীণ পর্যায়ে স্থাপিত ডিজিটাল সেন্টারগুলোতে তারা উপকৃত হচ্ছে। তিনি বলেন, উন্নয়ন কেবল শহর কেন্দ্রীক নয়, তৃণমূল পর্যায়ে নিয়ে যাচ্ছি। সমান উন্নয়ন করতে চাই। গ্রামাঞ্চলের মানুষের পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করা হয়েছে। ৫ হাজার ২৬৫ ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। ডিজিটাল কেন্দ্র করে দেয়া হয়েছে ৮ হাজার পোস্ট অফিসকেও। সৃষ্টি হয়েছে কর্মসংস্থান।’ তথ্যপ্রযুক্তির নানা উপকারী দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখন মোবাইল হাতে হাতে। ১৬ কোটি মানুষের মধ্যে ১৩ কোটি সিম ব্যবহার করছে। মোবাইলে বাংলা কন্টেন্ট চালু করা হয়েছে। এতে যাদের অক্ষর জ্ঞান ছিলো না, তারাও যোগাযোগ করার জন্য অক্ষর জ্ঞান অর্জন করে নিচ্ছে। শিক্ষামন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।