English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ২০:০৫

জঙ্গীদের গুলিতে আহত গোপাল রায়ের চিকিৎসার ভার সরকারের:স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জঙ্গীদের গুলিতে আহত গোপাল রায়ের চিকিৎসার ভার সরকারের:স্বাস্থ্যমন্ত্রী

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শ্রী শ্রী সন্তগৌড়ীয় মঠের সেবক গোপাল রায়ের চিকিৎসার সকল খরচ বহন করবে সরকার। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আহত গোপাল রায়কে দেখাতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এই ঘোষণা দেন। জঙ্গীদের গুলিতে আহত গোপাল রায় বর্তমানে হৃদরোগ ইনস্টিটিউটে আইসিইউতে ভর্তি রয়েছেন।

গত ২১ ফেব্রুয়ারি রোববার সকালে দুর্বৃত্তরা সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে। ওই সময় তারা গোপাল চন্দ্র রায়কে গুলি করে চলে যায়। তার বাম হাতের কনুইয়ের পাশে দুটি গুলি লাগে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন গোপাল রায়ের উন্নত চিকিৎসার জন্য চার সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড বোর্ড গঠন করা হয়। অবস্থার অবনতি হলে পরেদিন ২২ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় অ্যাম্বুলেন্সে করে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। এ ঘটনায় জেএমবি এবং ইসলামী ছাত্রশিবিরের ৩ সদস্যকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।