English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৫:১৫

ভাড়াটিদের তথ্য না নিতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
ভাড়াটিদের তথ্য না নিতে আইনি নোটিশ

ঢাকার বাড়িওয়ালাদের কাছ থেকে পুলিশ যেন ভাড়াটিয়াদের তথ্য না নেয়, সে জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনারকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।   জানতে চাইলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, পুলিশ এভাবে ব্যক্তিগত তথ্য গ্রহণ করতে পারে না। এসব তথ্য সংগ্রহ করে সংরক্ষণের কোনো বিধান বাংলাদেশে নেই। পুলিশ এসব তথ্যের অপব্যবহার করতে পারে। এ আশঙ্কায় আমি আইনি পদক্ষেপ নিয়েছি।