English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫৭

৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক

নিজস্ব প্রতিবেদক
৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন সংসদকে জানিয়েছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকায় ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে। এর তালিকা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পাঠানো হয়েছে।
 
গত রোববার সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
 
সংরক্ষিত আসনের সদস্য সেলিনা বেগম জানতে চান, ঢাকা শহরের পরিত্যক্ত বাড়ি এমপিদের মধ্যে বরাদ্দ দেয়া হবে কি না? জবাবে গণপূর্ত মন্ত্রী বলেন, ঢাকা শহরে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ৬ হাজার ৪০৬টি। এসব বাড়ি মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বরাদ্দ দেয়া হয়।
 
অন্য কাউকে বরাদ্দ দেয়ার সুযোগ নেই। আনোয়ারুল আবেদীন খানের এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ৫০৩ একর জমি বেদখল অবস্থায় আছে। আদালতে মামলা থাকায় এসব জমি উদ্ধারে অভিযান চালানো যাচ্ছে না।