English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৪৪

নিজেদের নিয়েই গণশুনানি করবে দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজেদের নিয়েই গণশুনানি করবে দুদক
সরকারের নানা সেক্টরের অনিয়ম-দুর্নীতির ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) গণশুনানি করবে। নিজেদের নিয়েই এ আয়োজন করার পরিকল্পনা করছে সংস্থাটি।
 
সোমবার দুপুরে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) ড. মো. শামসুল আরেফিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।
 
দুদক নিজেদের নিয়ে কবে গণশুনানি করবে এমন প্রশ্নের উত্তরে দুদকের এ মহাপরিচালক বলেন, এ বিষয়ে চিন্তা-ভাবনা চলছে। শিগগিরই দুদককে নিয়ে গণশুনানির আয়োজন করা হবে।
 
সংবাদ সম্মেলনে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের পরিচালক নূর আহম্মদ বলেন, আমরা প্রাথমিকভাবে যে অনুসন্ধান করেছি, তাতে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 
তদন্তে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনুনাগ ব্যবস্থা নেয়া হবে।
 
এখন পর্য্ন্ত ৩ জন আসামিকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের আটক প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে আরো জানানো হয়েছে।