English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৩৯

বাংলাদেশ ক্রিকেট দলকে খালেদা জিয়ার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট দলকে খালেদা জিয়ার অভিনন্দন

এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে বিজয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করে খালেদা জিয়া বলেন, নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশের ক্রিকেটাররা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের সফলতা অর্জনে সক্ষম হবে। সারা দেশের ক্রিকেটপ্রেমীরা টাইগারদের গৌরবময় সাফল্যে যেভাবে আনন্দিত ও উদ্বেলিত হয়েছে, তাতে আমিও তাদের নিয়ে গর্ববোধ করছি। বাংলাদেশ ক্রিকেট দলের এ অভূতপূর্ব সাফল্যে জন্য দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি। রবিবারের ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারায় টাইগাররা।