English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৩৮

মসজিদ-মন্দির-গির্জা সিসি ক্যামেরার আওতায় আসছে

নিজস্ব প্রতিবেদক
মসজিদ-মন্দির-গির্জা সিসি ক্যামেরার আওতায় আসছে

সারা বিশ্বে ধর্মীয় উন্মাদনায় সৃষ্ট হানাহানি সংঘাতে নিরীহ মানুষের প্রাণহানীর কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব মসজিদ, মন্দির, গির্জা ও পেগোডায় নিরাপত্তা জোরদারের জন্য সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্থার মেয়র মো. সাঈদ খোকন।

রোববার সকালে রাজধানীর নারিন্দা গৌড়ীয় মাধব্য মঠে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে আয়োজিত জনসচেতনতামূলক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সাঈদ খোকন বলেন, ‘এদেশে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় আবহমানকাল ধরে সৌহার্দ্য সম্প্রীতির সাথে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছে। যাতে কেউ এই সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

মঠের উপদেষ্টা ও নৌপরিবহন সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে মঠে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি জয়ন্ত সেন দিপু, মহানগর পূজা উদযাপন পরিষদ সভাপতি জে এল ভৌমিক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন টিপু ও সারোয়ার হোসেন আলো, মঠের সাধারণ সম্পাদক উৎপল কুমার রায় প্রমুখ বক্তব্য দেন।

এর আগে মন্দির প্রাঙ্গণে এক প্রতিকী পরিচ্ছন্নতা অভিযান করেন মেয়র সাঈদ খোকন। মেয়র মন্দিরে উপস্থিত ভক্তদের দিনের বেলা ময়লা না ফেলে সন্ধ্যা ৭টার পর নির্ধারিত বিনে ফেলার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিনের ব্যবস্থা করা হবে। আমাদের সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই কেবলমাত্র এ নগরীকে পরিচ্ছন্ন আলোকিত সবুজ নগরীতে পরিণত করা সম্ভব হবে।’