English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৫৬

দেশজুড়ে আরও ১০০ শিল্পাঞ্চল হবে

নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে আরও ১০০ শিল্পাঞ্চল হবে
দেশজুড়ে আরও ১০০টি অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশটি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন উপলক্ষে রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে আমরা একশ অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তুলবো। সরকারের একক উদ্যোগের পাশাপাশি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ অথবা অন্যদেশের সঙ্গে জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) পর্যায়ে যৌথ উদ্যোগের মাধ্যমে, যেখানে যেভাবে দরকার, সেখানে এগুলো গড়ে তোলা হবে। তিনি বলেন, এসব শিল্পাঞ্চল গড়ে তোলার মধ্য দিয়ে মৎস, সবজি, ফল, আমিষ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশের সুযোগ আরও বাড়বে। এর মাধ্যমে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিশ্ববাজারে সেগুলো রফতানি করা যাবে।
 
শেখ হাসিনা বলেন, শিল্প বিপ্লব ঘটাতে চাইলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। আর ক্রয় ক্ষমতা বাড়াতে হলে মাথাপিছু আয় বাড়াতে হবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে দেশের ভেতরেই বিশাল বাজার তৈরি হবে। সেক্ষেত্রে শুধু রফতানি আয়ের দিকেই তাকিয়ে থাকতে হবে না। তিনি বলেন, মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে মাথাপিছু আয় বাড়ছে। কিন্তু আমরা এখানেই আটকে থাকতে চাই না। আমরা চাই মানুষের মাথা পিছু আয় আর বাড়ুক যাতে ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে পারি।