English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০৮

থাই ভিসা পেতে জটিলতা: বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
থাই ভিসা পেতে জটিলতা: বাংলাদেশের

বাংলাদেশিদের থাইল্যান্ডের ভিসা পেতে ‘দীর্ঘসূত্রতার’ বিষয়টি তুলে ধরে এর সুরাহার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা ও কনস্যুলার সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্বে থাকা ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি সুভাত ছিরাপান্টের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলেছেন বলে শুক্রবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকায় থাই দূতাবাসে ‘পড়ে থাকা’ অনেকগুলো ভিসা আবেদনের নিষ্পত্তির জন্য রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন বলে এতে বলা হয়। থাই দূতাবাস বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত যে সময় লাগত তার চেয়ে এখন ‘অনেক বেশি’ সময় নিচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

মূনা তাসনিম বলেন, পর্যটন, স্বাস্থ্য সেবা ও ব্যবসার জন্য থাইল্যান্ড অন্যতম পছন্দ হওয়ায় লাখো বাংলাদেশি ভিসা নিয়ে থাকেন। গত বছর অন্তত এক লাখ ১০ হাজার বাংলাদেশির থাইল্যান্ড সফরে দেশটির অর্থনীতিতে তাদের অবদানের বিষয়টি নজরে আনেন তিনি।

বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে ব্যাংকক কোনো পরিবর্তন এনেছে কি না তা জানতে চান রাষ্ট্রদূত। এ রকম কিছু হয়নি জানিয়ে ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি সুভাত ছিরাপান্ট বাংলাদেশিদের ভিসা পেতে দীর্ঘসূত্রতার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে ব্যাংকক মিশন জানিয়েছে। ‘বিদ্যমান জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো’ বিবেচনায় নিয়ে ভিসা প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।