English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫২

শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ একই পরিবারের ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ একই পরিবারের ৫ জন আটক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ বৃহস্পতিবার একই পরিবারের পাঁচজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটককৃতরা হলেন : কুমিল্লার মনিরুল ইসলাম ও তার স্ত্রী নীলুফার ইয়াসমিন, তাদের দুই মেয়ে ও এক ছেলে। তাদেরকে সোনা চোরাচালানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি ১৮৭ ফ্লাইটে মনিরুল ও তার পরিবারের পাঁচ সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

সূত্র:দৈনিক যুগান্তর

এই বিভাগের আরও সংবাদ : বিমানবন্দরে সাড়ে ১৮ কেজি সোনাসহ গ্রেপ্তার ২ শাহজালালে সাড়ে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৪ শাহজালালে সোনা ও সিগারেটসহ ২ বিমান যাত্রী আটক শাহজালাল বিমানবন্দরে ২৫ কেজি সোনার বার উদ্ধার শাহজালালে কোটি টাকার গার্মেন্টস পণ্য জব্দ