English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২৯

রেল যাচ্ছে বরিশাল

নিজস্ব প্রতিবেদক
রেল যাচ্ছে বরিশাল

 

দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। অবশেষে রেল যাচ্ছে বরিশাল। আজ বরিশাল বিভাগে  রেললাইন স্থাপনের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০ জেলায় ৫১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পর্যটন অঞ্চল পটুয়াখলীর কুয়াকাটা এবং নতুন বন্দর পায়রা ও খুলনার মংলা বন্দর পর্যন্ত পর্যায়ক্রমে রেল যোগাযোগ স্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, সারা বাংলাদেশে আমরা রেল যোগাযোগ গড়ে তুলতে চাই। বরিশাল রেল দেখে নাই কখনও। ইনশাল্লাহ আমরা বরিশালেও রেললাইন নিয়ে যাব। কুয়াকাটা পর্যন্তও রেল যাবে। আর এখান থেকে মংলা পর্যন্ত যাবে। আমরা পায়রা বন্দর প্রতিষ্ঠা করতে পারব।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘সিগনালিং ব্যবস্থাসহ টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইন নির্মাণ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ৮৪ কিলোমিটার ডাবল লাইন হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম ৩২০ কিলোমিটার রেল লাইনের ২৪৯ কিলোমিটারই ডাবল লাইনের আওতায় চলে এল। উদ্বোধনের পর মতবিনিময়ের সময় ভৈরব প্রান্তে থাকা রেলমন্ত্রী মুজিবুল হককে বরিশাল বিভাগে রেল লাইন স্থাপনে দ্রুত কাজ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, একসময় রেল মৃতপ্রায় হয়ে গিয়েছিল। যে কোনো কারণেই হোক বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পরে রেলের সঙ্গে একেবারে বিমাতাসুলভ আচরণ করতো। এবং ধীরে ধীরে রেললাইনগুলি বন্ধ করার সেভাবে পদক্ষেপগুলিও নিয়েছিল। আমরা সরকারের আসার পর রেলকে গুরুত্ব দিচ্ছি। কারণ দেশের মানুষ অল্প খরচে চলাচল করতে ও মালামাল বহন করতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেদিকে লক্ষ্য রেখেই ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি।