English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:০৪

১৫টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৫টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

টঙ্গী-ভৈরববাজার ডাবল সড়ক, ৪ বিদ্যুৎকেন্দ্রসহ মোট ১৫টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট প্রকল্পের কর্তাব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।

টঙ্গী-ভৈরববাজার ৬৪ কিলোমিটার ডাবল সড়ক এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে দুই হাজার ২১২কোটি ৬১  লাখ টাকা। এর মধ্যে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এক হাজার ৮২৩ কোটি ৯ লাখ টাকা এবং বাংলাদেশ সরকার ৩৮৯ কোটি ৫২ লাখ কোটি টাকা অর্থায়ন করেছে।

নতুন চালু হওয়া চার বিদ্যুৎকেন্দ্র হলো— গাজীপুরের কড্ডায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, পটিয়ায় ১০৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও জাঙ্গালিয়ায় ৫২.২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র। এছাড়াও জেলার কোটালীপাড়ায় ৬ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।