English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৩৪

শিশু নির্যাতনের ঘটনার সাথে সাথে মামলা নিতে হবে

নিজস্ব প্রতিবেদক
শিশু নির্যাতনের ঘটনার সাথে সাথে মামলা নিতে হবে

 

দেশে শিশু নির্যাতন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কোথাও শিশু নির্যাতনের অভিযোগ এলে সঙ্গে সঙ্গে মামলা নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

শিশু নির্যাতন ও হত্যার কয়েকটি ঘটনায় দেশব্যাপী আলোচনার মধ্যে মঙ্গলবার আটটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সভা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু নির্যাতনের ঘটনা যেখানে ঘটুক না কেন মামলা দায়েরের ক্ষেত্রে নির্যাতিত ব্যক্তি বা পরিবারকে অহেতুক হয়রানি না করে মামলা গ্রহণপূর্বক আনীত অভিযোগের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

প্রতিমাসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নারী ও শিশু নির্যাতন এবং হত্যা রোধে সচেতনতা বাড়াতে আলোচনা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পারিবারিক সৌহার্দ্য সৃষ্টির পাশাপাশি সামাজিক মূল্যবোধ বৃদ্ধি এবং পারিবারিক নির্যাতন রোধ নিয়ে জুমার নামাজের আগে আলোচনার জন্য ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে শিশু নির্যাতনের বিষয়ে নিয়মিত মনিটরিং কমিটি গঠন করতে হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোছা. হাজেরা খাতুন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোহাম্মদ নূরুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব উম্মে কুলসুম এবং শ্রম মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা বেগম উপস্থিত ছিলেন।