English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৩৫

রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে শ্রীঘই চুক্তি

অনলাইন ডেস্ক
রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে শ্রীঘই চুক্তি
রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। যা আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা ও নয়া দিল্লির মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। খবর রয়টার্স
 
চীনের একটি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার পর ভারতের রাষ্ট্রায়ত্ত ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (বিএইচইএল) ১.৬ বিলিয়ন ডলারের এই কাজ পাচ্ছে। ভারতের এক্সিম ব্যাংক ১ শতাংশের কিছু বেশি সুদে বিদ্যুৎ কেন্দ্রটির জন্য অর্থায়ন করবে।
 
এদিকে খুলনার রামপালে যৌথভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হলে তা হবে বিদেশে ভারতের কোন কোম্পানি নির্মিত সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র। এর আগে রুয়ান্ডা ও শ্রীলঙ্কায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ভারত।