English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৪৭

উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতিকে বরণ করবে জামালপুর

অনলাইন ডেস্ক
উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতিকে বরণ করবে জামালপুর

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথি হিসেবে জামালপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। তার আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে এখন উৎসবের আমেজ। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি।

রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে জামালপুর সফরে যাবেন। জামালপুর থেকে সেদিন দুপুরে তিনি সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হরখালি গ্রামে তার এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন। এজন্য জামালপুর ও সরিষাবাড়ীতে দুটি হ্যালিপ্যাড তৈরি করা হয়েছে।

জামালপুর পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন জানান, রাষ্ট্রপতির সফর সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন গ্রহণ করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘৭০ বছর পুর্তি অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির যোগদান সফল করতে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একাধিক সভা করেছি। দিন রাত পরিশ্রম করে যাচ্ছি।’

পুর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর সদর-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, প্রধান মন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ প্রমুখ।