English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:০৩

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন কুয়েত প্রবাসীরা

অনলাইন ডেস্ক
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন কুয়েত প্রবাসীরা

কুয়েত প্রবাসীরা যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশটির বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে রোববার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। 

পরে দূতাবাস হলে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন যথাক্রমে ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার নাসিমুল গনি, কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান, প্রথম সচিব আনিসুজ্জামান। 

দূতালয় প্রধান এস এম মাহবুবুল আলমের সভাপতিত্ব আলোচনা সভায় প্রবাসীরা তাদের বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন।  কবিতা আবৃত্তি করেন আবদুল হাই, রফিকুল ইসলাম ভুলু ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ এহছানুল হক খোকন।