English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:২১

দেশের উন্নয়নের স্বার্থে হরতাল বিরোধী আইন দরকার

নিজস্ব প্রতিবেদক
দেশের উন্নয়নের স্বার্থে হরতাল বিরোধী আইন দরকার

দেশের উন্নয়নের স্বার্থে হরতাল বিরোধী আইন করা দরকার বলে মনে করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বুধবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেছেন, হরতাল জনবিরোধী কর্মকাণ্ড, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই হরতালবিরোধী একটি আইন করা  দরকার।

মুজিবুল হক চুন্নু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে হরতাল বন্ধ করতে হবে। হরতাল বন্ধ করার জন্য আইন প্রয়োজন।

নিজ দল জাতীয় পার্টির অবস্থান সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এদেশের মানুষের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা বিরোধী দলে থেকেও সরকারে যোগ দিয়েছি। বিরোধী দলে থেকে সরকারে যাওয়া যায় না, সংবিধানে এমন কোনো কথা নেই।